পৃথিবী অনেক বড় নেগেটিভ বা ঋণাত্মক আধান যুক্ত তাই পৃথিবীর বিভবকে শূন্য ধরা হয়।
পৃথিবীর ঋণাত্মক আধান এতই বড় যে এর মধ্যে কিছু ধনাত্মক আধান আসলে কিংবা গেলে এর বিভবের কোনোই পরিবর্তন হয়না। উদাহরন হিসেবে বলা যায়, এক সাগর পানি থেকে যদি এক বালতি পানি সরানো হয় কিংবা যুক্ত করা হয়, সাগরের পানির আদতে কোনো পরিবর্তন হয়না, ব্যাপারটা সেরকম। এই একই কারণে ভূ-সংযোগে বিদ্যুৎ পরিবহন ও হয়না।