মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রক্রিয়াটি শুরুর পূর্বেই নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমুলক কাজ সম্পন্ন করতে হয়।
কোষের এই প্রস্তুতি পর্যায় (বিরাম-১, DNA replication ও বিরাম-২) এবং বিভাজন পর্যায়কে সমষ্টিগতভাবে কোষচক্র বলে। বিজ্ঞানী হাওয়ার্ড ও পেল্ক কোষচক্র পেশ করেন যা নিচে দেয়া হল।
ক. কোষের প্রস্তুতি পর্যায় বা ইন্টারফেজঃ
এখানে সমগ্র কোষচক্রের ৯০-৯৫% সময় বের হয়।
এটি তিনটি অংশে বিভক্ত –
i.বিরাম-১: এখানে ৩০-৪০% সময় ব্যয় হয়।
ii.DNA replication: এখানে ৩০-৫০% সময় ব্যয় হয়।
iii.বিরাম-২: এখানে ১০-২০% সময় ব্যয় হয়।
খ. কোষ বিভাজন পর্যায়ঃ বিভাজন পর্যায় হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এনাফেজ এবং টেলোফেজ এর সমষ্টি। এ পর্যায় সম্পন্ন হতে মোট সময়ের ক্ষুদ্র সময় ব্যয় হয় অর্থাৎ এখানে ৫-১০% সময় ব্যয় হয়।