না। মানুষ শীতনিদ্রার মাধ্যমে বেঁচে থাকতে পারে না। শীতনিদ্রা হল কিছু প্রাণীর জন্য পরিবেশের অপ্রতিকুল অবস্থায় নিজেদের টিকিয়ে রাখার এক অভিযোজিত বৈশিষ্ট্য। মানুষের শরীরে এমন কোনো বৈশিষ্ট্য নেই বললেই চলে।
যখন দিনের দৈর্ঘ্য কমে আশে তখন কিছু প্রাণী শীতনিদ্রায় যায়। যেমন- সাপ, ইঁদুর, পিপড়া, ব্যাঙ, ভাল্লুক ইত্যাদি। শীতনিদ্রার সময় প্রাণী গুলো দুইভাবে শ্বসনের জন্য প্রয়োজনীয় খাদ্য যোগান দেয়। যেসব প্রাণীরা অলস নয়; কর্মঠ, তারা গরমকালে প্রয়োজনীয় খাদ্য জমিয়ে মজুদ করে রাখে। শীতনিদ্রার সময়কালে ঘুম থেকে কিছুক্ষণের জন্য খাবার খেয়ে আবার ঘুমিয়ে পড়ে। এভাবে তাদের শ্বসনের জন্য প্রয়োজনীয় খাদ্যের নিশ্চিত করে। যেমন - পিপড়া।
আর যেসব প্রাণী একটু বেশি অলস প্রকৃতির তারা ঘুম থেকে উঠে খাবার খাওয়ার জন্যও ইচ্ছুক না। তাই তারা গরমকালে বেশি বেশি খেয়ে শরীরে চর্বি জমিয়ে রাখে। শীতনিদ্রার সময় এই জমিয়ে রাখা চর্বি ভেঙে শ্বসন কাজ সচল রেখে বেঁচে থাকে। যা মানুষের পক্ষে অসম্ভব।
collected