নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে একটি প্রােটিন ট্রান্সপাের্ট প্রােটিন হিসেবে বিবেচিত হয়:
- ঝিল্লির একপৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠ পর্যন্ত ব্যাপ্ত।
- এক বা একাধিক সুনির্দিষ্ট গাঠনিক স্থান থাকে।
- প্রােটিন তার অবস্থান পরিবর্তন করে না, শুধু আকৃতি পরিবর্তন করে পরিবহনের কাজ সম্পন্ন করে।