নখ এক গুরুত্বপূর্ণ অঙ্গ এবং ব্যক্তিত্বর পরিচায়কও বটে। মেয়েরা নখ নিয়ে নানাভাবে মজে থাকেন। নখ সাজানো তো শিল্পের পর্যায়ে পড়ে। নখে কিন্তু নানা ধরনের রোগ হতে পারে। তবে নখের পরিবর্তন মানেই এমন ভাবনার কোনও কারণ নেই যে সেটি কোনও রোগের কারণে হয়েছে। এই পরিবর্তনের পেছনে শারীরিক অন্য কারণ থাকতে পারে।
নখকুনি
খুব পরিচিত রোগ। বহু মানুষ এতে আক্রান্ত হন। এই রোগের পিছনে রয়েছে ক্যানডিডা অ্যালবিক্যানস নামে এক ধরনের ছত্রাকের আক্রমণ। যাঁরা অনেকক্ষণ ধরে জলের কাজ করেন তাঁদের মধ্যে এই রোগের প্রবণতা বেশি দেখা যায়। যেমন, গৃহিনী, ধোপা, ইত্যাদি।
উপসর্গ: নখকুনি রোগে নখের গায়ে লেগে থাকা ত্বক ফুলে ওঠে। ব্যথা করে। আক্রান্ত অংশ লাল হয়ে যায়। আক্রান্ত অংশের ওপরে ব্যাকটিরিয়া সংক্রমণ হলে পুঁজ হওয়ার সম্ভাবনা থাকে।
collected