বেশ কিছু কারণে মানুষের মৃত্যুভয় থাকে না।
১.একটি মানুষ যখন মানসিক ভাবে অসুস্থ হয়ে যায় তখন তার মৃত্যুভয় থাকে না। কারণ সে তখন মৃত্যু সম্পর্কে সুস্থভাবে চিন্তা করতে পারে না এবং এ সম্পর্কে অবগতও থাকে না।
২.যখন মানুষ তার জীবনের ব্যাপারে নিরাশ হয়ে যায় এবং বেঁচে থাকলে আরও অপমান সহ্য করতে হবে এই ভয়ে ভীত থাকে।এই ভয় যখন তার মৃত্যুভয়কেও ছাড়িয়ে যায় তখন।
৩. অনেক মানুষ তাদের মস্তিষ্ককে প্রক্রিয়াজাত করে মস্তিষ্ককে ভাবতে বাধ্য করে যে মৃত্যু কোনো ভয়ের বিষয় না। আমরা এ শ্রেণির মানুষদের সাধু হিসেবে জানি।
৪. মৃত মানুষের কখনো মৃত্যুভয় থাকতে পারে না।