আরডুইনো একটি অত্যন্ত ছোট আকারের মাইক্রোকন্ট্রোলার(কম্পিউটার)।
এর সাহায্যে অনেক বিজ্ঞান ভিত্তিক প্রজেক্ট খুব সহজেই তৈরি করা যায়।
সি এবং সি++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা অরডুইনোকে প্রোগ্রাম করা যায়।
যারা প্রথম প্রোগ্রামিং শিখছে তাদের বাস্তব জীবনে প্রোগ্রামিং এর প্রয়োগ শেখার জন্য এটি অনেক উপকারী এটি একটি যন্ত্র।
অরডুইনোর সাহায্যে হোম অটোমেশন, রিমোট কন্ট্রোল গাড়ি, রিমোট কন্ট্রোল ড্রোন, রোবট থেকে শুরু করে প্রায় সব ধরনের উন্নত মানের ইলেকট্রনিক্স যন্ত্র তৈরি করা সম্ভব।
এতে প্রোগ্রাম ইনপুট করার জন্য প্রোগ্রামটি প্রথমে কম্পিউটারে বা মোবাইলে অরডুইনো IDE তে লিখতে হয়। পরে ডেটা ক্যাবলের সাহায্যে ইনপুট দেয়া হয়।
collected