হ্যাকার হচ্ছে সেই ব্যক্তি যিনি নিরাপত্তা অনিরাপত্তার সাথে জড়িত এবং নিরাপত্তার ব্যাবস্থার দুর্বল দিক খুজে বের করায় বিষেশ ভাবে দক্ষ অথবা অন্য কম্পিউটার ব্যাবস্থার অবৈধ অনুপ্রবেশ করতে সক্ষম বা এর সম্পর্কে গভীর জ্ঞানের অধিকারী। হ্যাকিং একটি প্রক্রিয়া যেখানে কেউ কোন বৈধ অনুমতি ছাড়া কোন কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে। যারা এ হ্যাকিং করে তারা হচ্ছে হ্যাকার।
হ্যাকারা আপনার মোবাইল বা কম্পিউটার এর থেকে ইনফরমেশন নিয়ে আপনার ক্ষতি করতে পারে।
কোন সফটওয়্যার ইন্সটল করে আপনার চুরি যাওয়া তথ্য অনুযায়ী আপনার ব্যাংকের টাকা সরিয়ে নিতে পারে।
আপনার ব্যবহ্নত সোশ্যাল মিডিয়ার ইউজার নেম ও পাসওয়ার্ড নিয়ে আপনার সম্পর্কে বাজে কথা বলতে পারে। কারও কাছে মুক্তিপণ চাইতে পারে।
ক্রেডিট কার্ড চুরি করে আপনার নামে একাউন্ট করতে পারে।
আপনার সুনাম নষ্ট করতে পারে।
আপনার নামে কিছু কিনতে পারে।
লোন নিতে পারে।
অনেক কিছুই করতে পারে। তবে তা নির্ভর করে ঐ হ্যাকারদের আপনার থেকে কি প্রয়োজন।
- সফিকুল ইসলাম পিয়াস