যে সকল মৌলের নিউট্রন ও প্রোটন এর অনুপাত 1.5 এর বেশি সেই সকল মৌলের নিউক্লিয়াস অস্থির হয়,সেই সকল মৌলের নিউক্লিয়াস থেকে এক প্রকার অদৃশ্য রশ্মি নির্গত হয়, যা গ্যাসকে আয়নিত করতে পারে ,তড়িত ও চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় এবং পাতলা ধাতব পাত কে ভেদ করতে পারে, এই অদৃশ্য রশ্মিকে তেজস্ক্রিয় রশ্মি বলে।
যেসকল মৌলের নিউক্লয়াস থেকে এ ধরনের রশ্মি নির্গত হয় তাদের তেজস্ক্রিয় পদার্থ বলে।
যেমন ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম ইত্যাদি।
বিশেষ দ্রষ্টব্যঃ তেজস্ক্রিয় মৌল সমূহের যৌগ গুলিও তেজস্ক্রিয় পদার্থ। তেমন RaCl₂একটি তেজস্ক্রিয় যৌগ।
Ramkanai gorai