বৈজ্ঞানিক ভিত্তি যে নেই, সেটা আপনিও জানেন আর আমিও। কিছু 'চোখ কপালে উঠে যাওয়া' খবর দেওয়া যাক।
ভাবুন, যদি সাবানগুলি ৯৯.৯৯ শতাংশ জীবাণু মারতে পারতো। এটি কিন্তু মোটেই ভালো কোনো ব্যাপার হতো না। আপনার শরীরের ওজনের ৩ শতাংশই মাইক্রোঅর্গানিজম! ওদের মারা মানে আপনাকে মারা! কারণ এরা আপনারই অংশ, আমাদের এপিথেলিয়াল টিস্যুর বহিরাবরণ এরা গঠন করে।
এবার আসা যাক, যে জীবাণুগুলি আপনার শরীরের অংশ নয় তাদের ব্যাপারে।
- এই জীবাণুগুলোর সব কিন্তু ক্ষতিকর নয়। এদের কিছু কিছুকে(ব্যাকটেরিয়ার মধ্যে) বলা হয় 'গুড ব্যাকটেরিয়া'!এদের মাইক্রোবায়োটাও বলে।
- গুড ব্যাকটেরিয়াগুলো আবার আপনার শরীরের সর্ববহিস্থ সুরক্ষা দেয়াল বা ফার্স্ট লাইন অব ডিফেন্স।বাইরের যেকোন আঘাত থেকে এরা আপনাকে কিছুটা হলেও সুরক্ষা দেয়।
লেট'স ব্রিং ম্যাথ ইন্টু প্লে
একজন মানুষের ত্বকের উপর রয়েছে কয়েক কোটি জীবাণু। এই কয়েক কোটি জীবাণুর মধ্যে ক্ষতিকর ৯৯.৯৯ শতাংশ মারা পড়লেও এই ০.০১ শতাংশ জীবাণুর শক্তিকে হালকাভাবে নেয়ার কিছু নেই। ০.০১ শতাংশ জীবাণু কোন ক্ষতস্থানকে সহজেই ইনফেক্টেড করতে পারে। সাবধান!
Shahporan