স্থায়ী জারন অবস্থায় আংশিক পূর্ণ d- কক্ষক থাকে তাদের সন্ধিগত মৌল বলে।
Zn এর স্থায়ী অবস্থা(4s23d10) আংশিক পূর্ণ d- কক্ষক নেই কিংবা কোন স্থায়ী জারন (Zn2+=>3d10)অবস্থাতেও আংশিক পূর্ণ d-কক্ষক নেই।তাই এটি পর্যায় সারণিতে সন্ধিগত মৌলের সারিতে থাকলেও সন্ধিগত মৌল নয়।