আয়নিক বন্ধনে আবদ্ধ পদার্থকে "অণু" বলা যায় না। সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম হলো ধাতু, যা ধাতব বন্ধন গঠন করার শক্তি রাখে। কোনো মৌলের একক আয়ন অপর মৌলের একক আয়নের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে। কিন্তু ধাতুর একক আয়ন কখনোই অপর একটি অধাতুর একক আয়নের সাথে যুক্ত হয় না। ফলে, তারা অণুও গঠন করতে পারে না। সোডিয়াম ক্লোরাইডে মূলত একাধিক সোডিয়াম আয়ন ও একাধিক ক্লোরাইড আয়নের সমষ্টি তা ছবিটির মতো একটি ক্রিস্টাল ল্যাটিস তৈরি করে, তাই সোডিয়াম ক্লোরাইড মূলত আয়নিক বন্ধনে আবদ্ধ যৌগিক পদার্থ।
Tasfia