ফ্লুরোসেন্ট বাল্ব, নিয়ন বাল্ব, হ্যালোজেন বাল্ব,এলইডি বাল্ব, সবই তো বৈদ্যুতিক বা ইলেকট্রিক বাল্ব, তবে আপনি সম্ভবত আগের দিনের ইনক্যানডিসেন্ট বাল্ব বা তাপ থেকে আলো দেওয়া বাল্ব সম্বন্ধে জানতে চেয়েছেন। সে হিসেবে উত্তর দেবার চেষ্টা করছি।
বাল্ব এ বৈদ্যুতিক সংযোগ দিলে ফিলামেন্ট খুব গরম হয়ে যায়, প্রচন্ড তাপ সৃষ্টি হয়, আর সেই তাপ থেকে আলো পাওয়া যায়। ফিলামেন্টে সাধারণত টাংস্টেন নামক এক ধরণের ধাতু ব্যবহার করা হয়, এটা আবাার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এর "অক্সাইড" লবণে পরিণত হয়, এই লবণ আবার বিদ্যুৎ পরিবহন করে না, এজন্য আলো কমে যেতে পারে। আবার বেশি তাপমাত্রায় টাংস্টেন পুড়েও যেতে পারে। এ ধরণের সমস্যা দূর করার জন্য বাল্বের ভেতর যেন অক্সিজেন না থাকে সেদিকে খেয়াল রাখা হয়।
বাল্বের ভেতরে যদি বায়ুশূন্য পরিবেশ রাখা হয় তাহলে বাহিরের সাথে ভেতরের চাপের মধ্যে বেশ তারতম্য হয়ে যায়, এটা মাথায় রেখে বাল্বের ভেতর এমন কোন গ্যাস রাখা হয় যা ফিলামেন্টের সাথে বিক্রিয়া করবে না উপরন্তু একে পুড়ে যাওয়া থেকে রক্ষা করবে। এজন্য নিষ্ক্রিয় গ্যাস সমূহ (হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপটন, জেনন….ইত্যাদি) ব্যবহার করা হয়, তবে এই বাল্ব গুলোতে সাধারণত আর্গন-নাইট্রোজেনের মিশ্রণ ব্যবহার করা হয়। আর ৩০ ওয়াটের নিচের বাল্ব গুলো সাধারণত বায়ুশূন্য রাখা হয়।
©সোহাগ