০১. একসময় রবিন হুড নামক একজন ব্যক্তি ধনীদের থেকে সম্পদ নিয়ে দরিদ্রদের মাঝে বন্টন করে দিতেন।
০২. হিমোগ্লোবিন অক্সিজেনপূর্ণ পরিবেশ থেকে অক্সিজেন সংগ্রহ করে অক্সিজেনশূন্য পরিবেশে সরবরাহ করে।
দুইটা পয়েন্টের মধ্যে মিল লক্ষ্য করেছেন?
রবিন হুড কর্তৃক ধনীদের সম্পদ নিয়ে গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া আর হিমোগ্লোবিনের অক্সিজেনপূর্ণ জায়গা থেকে অক্সিজেনরিক্ত জায়গায় অক্সিজেন পরিবহন করা তো একই কথা। মূলত এদের কাজের মধ্যে সঙ্গতি থাকায় হিমোগ্লোবিনকে রবিন হুড অণু বলা হয়।