সত্যি কথা, জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে প্রায়োরিটি অর্ডার বা সক্রিয়কারী মূলকগুলোর সক্রিয়তা ক্রমের কোন ভিত্তি নেই।
IUPAC এর নাম আমরা শুনেছি। এটি এমন এক সংস্থা যা বিশ্বব্যাপী সকল রসায়নবিদদের সুবিধার্থে বিভিন্ন মৌলিক নিয়ম-কানুনগুলো ঠিকঠাক করে দিয়েছে তাদের প্রণীত নীল বইয়ে। তারাই জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে বিভিন্ন দেশ বা বিজ্ঞানের শাখা-প্রশাখাভেদে কোন ধরণের ভেজাল যেন না হয় সেজন্য একটি ক্রমতালিকা প্রণয়ন করে দিয়েছে। নীতিনির্ধারক যারা ছিলেন সেসময় এই তালিকা নিয়ে কেও আর দ্বিমত করেননি আর এভাবেই এই তালিকাটি সর্বজনগ্রাহ্য সক্রিয়তা ক্রম হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায়!
IUPAC এর অনুমতিক্রমে এর আসল তালিকাটি এই সংযোগে উপলব্ধ।
এই সাইট থেকে পাওয়া দরকারি গ্রুপগুলো নিয়ে এমন একটা তালিকা এখানে সংযুক্ত করে দিচ্ছি-
Rubaia