গতি জড়তার ফলে পড়ে যাওয়া আটকানোর জন্য।
আমরা আমাদের ভারসাম্য রক্ষার জন্য বাম পার থেকে ডান পা কে বেশি ভালো ভাবে এবং দ্রুত ব্যবহার করতে পারি। চলন্ত বাস বা গাড়ি থেকে নামার সময় গতিজড়তার জন্য আমাদের দেহের উপরের অংশ চলতে থাকে। কিন্তু নিচের অংশ থেমে যায়। ফলে আমরা হোচটঁ খেয়ে পড়ে যেতে থাকি।
এবার যদি আমরা হোচটঁ খাবার পর দ্রুত পা মাটিতে নামিয়ে ভারসাম্য ফিরিয়ে আনতে পারি তাহলে পরে যাওয়া ঠেকাতে পারবো। এক্ষেত্রে প্রথমে বাম পা দিয়ে নামা হয় যাতে পরে ডান পা দিয়ে নিজেদের সামলাতে পারি।