হ্যাঁ। ২০% এ নেমে আসলেই রিচার্জ করা উচিত। আসলে ব্যাটারি ডিসচার্জ হতে হতে যখন ভোল্টেজ কমে আসে সেটাকেই % হিসেবে রিপ্রেজেন্ট করে আমাদের দেখানো হয়। ব্যাটারির % যখন অনেক নিচে নেমে যায় তখন আসলে এর ভোল্টেজ ও নেমে যায়। তাই এসময়ে ফোনের অপারেটিং সিস্টেম পাওয়ার সেভিং মোডে চলে যায়। পাওয়ার সেভিং মোডে সিপিউ ফ্রিকোয়েন্সি ডাউন করে লিমিট করে দেয়া হয় সেই সাথে অ্যাপের ব্যাকগ্রাউন্ড ফেচিং বন্ধ করে দেয়া হয় এবং আরো কিছু ইন্টারন্যাল ফাংশন বন্ধ করে রাখা হয় যেনো ব্যাটারির উপর প্রেশার না পড়ে।
তাই ব্যবহারকারীর উচিত ২০% এর নিচে নেমে আসলে ফোন রিচার্জ করে নেয়া। আর রিচার্জ করতে না পারলে সাধারণ কাজ করা। ভারি বা সিপিউ ইন্টেন্সিভ কাজ না করা। এতে ব্যাটারি দ্রুত তার কার্যক্ষমতা হারায়।
সংগৃহীত