রুইমাছের দেহে বায়ুথলীর কাজ:
রুইমাছের দেহে বায়ুথলি একটি প্লবতারক্ষাকারী অঙ্গ হিসেবে কাজ করে।
মাছের আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ করে পানির নিচে বিভিন্ন গভীরতায় মাছকে স্থির থাকতে সাহায্য করে বায়ুথলি। বায়ুথলির প্রাচীরে অবস্থিত কৈশিনালি থেকে বায়ুথলিতে অতিরিক্ত গ্যাস সরবরাহ করে অথবা বায়ুথলি থেকে রক্তে গ্যাস শােষণ করে মাছ তার আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ করতে পারে।
শব্দ সৃষ্টি করতে এটি সহায়ক ভূমিকা পালন করে অক্সিজেনের আধার হিসেবেও বায়ুথলি ব্যবহৃত হয়।