সুপার পজিশন প্রতিবিম্ব:
পুঞ্জাক্ষী বিশিষ্ট প্রাণীদের মৃদু আলােতে দর্শন প্রক্রিয়ায় ক্রিস্টালাইন কোণ ও র্যাবডোম অনাবৃত থাকে। এ সময় দশন বস্তু হতে উলম্ব আলেকে রশ্মি সােজাসুজি কর্ণিয়ায় ক্রিস্টালাইন হয়ে র্যাবডােমে পৌঁছায় এবং তিক্ত আলােকরশ্মি একটি ওমাটিডিয়ামের কর্ণিয়ার মধ্য দিয়ে পরে ওমাটিডিয়ামের র্যাবড়ােম এসে পড়ে।
একটি ওমাটিডিয়ামে একাধিক দিক থেকে আসা আলােকরশ্মি দিয়ে একের উপর আরেকটি এভাবে একাধিক প্রতিবিম্ব পড়ে একটি অস্পষ্ট ও ঝাপসা প্রতিবিম্ব তৈরি হয়।
এ ধরনের প্রতিবিম্বকেই সুপারপজিশন প্রতিবিম্ব বলে।