অ্যাপােজিশন বা মােজাইক প্রতিবিম্ব:
উজ্জ্বল আলােয় প্রতিটি ওমাটিডিয়াম স্বাধীনভাবে কাজ করতে পারে। উজ্জ্বল আলােতে রেটিনাল সিথের কোষের রঞ্জকপদার্থ ক্রিস্টালাইন কোনের নিচের দিকে এমনভাবে ছড়িয়ে যায় যাতে তার চারিদিকে একটি কালাে পর্দার সৃষ্টি হয়।
ফলে একটি ওমাটিডিয়াম কেবলমাত্র নিজদ্ধ কর্নিয়া থেকে আগত লম্বভাবে প্রতিফলিত রশ্মিই গ্রহণ করতে পারে। তির্যকভাবে আগত পার্শ্ববর্তী ওমাটিডিয়ামের আলােকরশ্মি আইরিসের রঞ্জক পদার্থে শােষিত হয়। এ অবস্থায় একটি মাত্র ওমাটিডিয়ামে প্রতিবিম্ব অনেকটা মােজাইক করা মেঝের পাথরের মতাে মনে হয়।
তাই একে মোজাইক প্রতিবিম্ব বলা হয়।