হিমোলিম্ফের কাজ হলো:
১. এটি খাদ্যসার, রেচন পদার্থ, হরমােন ও খনিজলবণ পরিবহন করে।
২. এটি সামান্য পরিমাণ CO2 বহন করে।
৩. এর হিমোসাইটগুলাে ফ্যাগােসাইটোসিস পদ্ধতিতে বিভিন্ন প্রকার জীবাণু ভক্ষণ করে।
৪. রক্তের পানি কোষের অভিস্রবনিক ভারসাম্য রক্ষা করে
৫. হিমােসাইটস রক্ত জমাট বাধা ও দেহের ক্ষত নিরাময়ে অংশগ্রহণ করে।