আমাদের শরীরের কার্যাবলী গুলো মস্তিস্কের কিছু সিগন্যাল দ্বারা চালিত হয়। মৃগী রোগীদের মস্তিস্কে হঠাৎ কিছু বিক্ষিপ্ত সিগন্যাল তেরী হয়ে যায় যার কারণে তারা হাত পা ছুড়তে থাকে, চামড়ার গন্ধে এমন কিছু বিশেষত্ব আছে যা ওই ঘটনাটাকে প্রভাবিত করে পুনরায় ঠিক করে আগের মতো করে দেয়। খেয়াল করবেন কান্না করতে করতে কেউ বেহুঁশ হয়ে গেলে তাকে লেবু পাতার গন্ধ শুঁকতে দেয়, যার কারণে সে আবার ঠিক হয়ে যায়।।
Ayesha Akter