বায়ােইনফরম্যাটিক্স হলাে বিজ্ঞানের সেই শাখা যা বায়ােলজিক্যাল ডেটা এনালাইসিস করার জন্য কম্পিউটার প্রযুক্তি, ইনফরমেশন থিওরি এবং গাণিতিক জ্ঞানকে ব্যবহার করে। এক্ষেত্রে, ডেটা অন্তর্ভুক্ত করে ডিএনএ, অ্যামিনাে এসিড এবং নিউক্লিক এসিডসহ অন্যান্য বিষয়কে। সাধারণত বায়ােইনফরম্যাটিক্স ডাটাবেজে জিন ব্যাংক, নিউক্লিওটাইড সিকুয়েন্স, প্রােটিন সিকুয়েন্স ইত্যাদি বিষয় থাকে।