স্বল্প দূরত্বে ডেটা আদান-প্রদানের মাধ্যম হলাে ব্লটুথ। এর মাধ্যমে বিনা খরচে ডেট ট্রান্সফার সম্ভব। ব্লুটুথের মাধ্যমে দুই বা ততােধিক যন্ত্রের মধ্যে তারবিহীন যােগাযােগ রক্ষা করে ডেটা ট্রান্সফার করা যায়। ব্লটুথ যন্ত্রপাতি সুইচ অন করার সাথে স্বল্প দূরত্বের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে ট্রান্সফার করা যায়। ব্লটুথ ১০ সেন্টিমিটার থেকে ১০০ মিটার পর্যন্ত দূরত্বের মধ্যে ডেটা ট্রান্সফার করতে পারে।