হাতের শিরা কেনো দেখা যায় বাইরে থেকে ?
শিরা নিয়ে কে আর অত ভাবে? অনেকেরই হাত-পায়ের শিরা বাইরে থেকে খুব স্পষ্ট দেখা যায়। জেনে নিন কেন এ রকম হয়? চিকিত্‍সকদের মতে, ত্বক কতটা পুরু তার ওপর নির্ভর করে শিরা দেখা যাবে কিনা। বয়সের সঙ্গে ত্বকের নিচের ফ্যাটের স্তর পাতলা হতে শুরু করে। ঠিক এই কারণে বয়স্কদের হাতে বা পায়ে বাইরে থেকে অনেক বেশি শিরা দেখা যায়। কিছু মানুষের আবার ত্বক ছোট থেকেই খুব পাতলা কিংবা তাদের শিরার বিন্যাস ত্বকের একেবারে ওপরের দিকেই থাকে। যার জন্য তাদেরও শিরা বাইরে থেকে দেখা যায়।
খুব কসরতের পরও এমন দেখা যায়। খুব বেশি কসরত করলে পেশি খুব সক্রিয় হয়ে যায় এবং ফুলে ওঠে। ফুলে উঠলে শিরাগুলোকে ত্বকের আরো কাছে ঠেলে দেয়।
তাই লক্ষ্য করবেন জিম করার সময় শিরা অনেক বেশি দেখা যায়।
অন্তঃসত্ত্বা নারীরাও অনেক সময় এ রকম লক্ষ্য করে থাকেন। কারণ, যেসব নারী অন্তঃসত্ত্বা হন, অন্যদের তুলনায় তাদের দেহে রক্তের পরিমাণ অনেক বেশি হয়। বেশি পরিমাণ রক্ত সরবরাহ করার জন্য শিরাগুলো ফুলে যায়। ফলে চোখেও পড়ে। যাদের শরীরে মেদের পরিমাণ খুব কম অর্থাত্‍ যারা রোগা হয়, তাদেরও ত্বক পাতলা হয়ে থাকে। ফলে বাইরে থেকে শিরাগুলো খুব স্পষ্ট হয়ে ওঠে।
এখনো পর্যন্ত যেগুলো বলা হয়, সেগুলোর কোনোটাই চিন্তার বিষয় নয়। তা বলে সব ক্ষেত্রে ফুলে ওঠা শিরাকে হালকাভাবে নেবেন না। এটা মারাত্মক কোনো বিপদের সংকেতও।
©ডেইলিহান্ট