সিগারেটের ক্ষতিকর ধোঁয়ায় বিষাক্ত পদার্থ ফুসফসের প্রদাহকে বাড়ায়, বায়ুথলির স্থিতিস্থাপকতা এবং ফুসফুসের গঠনকে ক্ষতিগ্রস্ত করে ফুসফুস নষ্ট করে। একটি সিগারেটের শলাকায় প্রায় ৪ হাজার বিভিন্ন রাসায়নিক থাকে। ধূমপানের ফলে ফুসফুসের অ্যালভিওলাই নষ্ট হয়ে যায় এবং কালচে বর্ণ ধারণ করে।