সাইকাস জাতীয় উদ্ভিদে সেন্ট্রিক(কেন্দ্রিক) ভাস্কুলার বান্ডেল থাকে যেমন হ্যাড্রোসেন্ট্রিক মেটা সেন্ট্রিক।সাধারণ পাতার ভাস্কুলার বান্ডেল পাতার কিনারাউল্য অবস্থিত হলেও সাইকাস এর ক্ষেত্রে তা পাতার কেন্দ্রে অবস্থান করে এর ফলে খাদ্য পরিবহনের ক্ষেত্রে ট্রান্সফিউশন জাতীয় কিছু কোষ মূল বান্ডেল এর সাথে সংযোগ সাধন করে খাদ্য পরিহনে সাহায্য করে। এটিও মূলত ভাস্কুলার বান্ডেল এর একটি বিশেষ অংশ যা সাধারণত সাইকাস জাতীয় নগ্নজীবি উদ্ভিদে দেখা যায়।