কলার খোসাতে রয়েছে ভিটামিন বি৬, বি১২ ও সি যা ত্বক উজ্জ্বল করে। পাশাপাশি দূর করে ত্বকের মরা চামড়া, কালচে ও রোদে পোড়া দাগ। কলার খোসা ব্রণের জন্য দায়ী রোগ জীবাণু (ব্যাকটেরিয়া) ধ্বংস করে ও জ্বালা কমাতে সাহায্য করে। শুধু ব্রণের ওপর কলার খোসার ভিতরের অংশটি ঘষলে ভালো ফল পাওয়া যায়।
কলার খোসার ভেতরের অংশ ব্রণ ও বলিরেখা দূর করতে উপকারি। এটি ত্বককে পরিপূর্ণ পুষ্টি দিতে সাহায্য করে। ক্ষতিগ্রস্ত জায়গায় খোসা দিয়ে আধা ঘণ্টা ঘষতে পারেন, উপকার পাবেন।