Nishat Tasnim
ব্যাঙ প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাদের পা, বাহু ইত্যাদি থাকে না। বরং তাদের লম্বা ও চ্যাপ্টা আকৃতির লেজ থাকে যার সাহায্যে তারা সাঁতার কাটে। ব্যাঙাচি পূর্ণবয়স্ক হওয়ার পর তাদের দেহে নানা অঙ্গ দেখা দেয়, বিশেষত পিছনের পা আগে বৃদ্ধি পায়। এই প্রক্রিয়াকে metamorphosis বলে। তারপর ধীরে ধীরে কোষের মৃত্যুর ফলে ব্যাঙ তার লেজ হারায়। একে বলে Apoptosis।