আমরা যেটাকে কমলা (বা Orange) হিসেবে চিনি সেটা আসলে মান্দারিন (Mandarin)। আরও সহজ করে বললে, খোসা ছিড়ে কোষ আলাদা করে আমরা লেবু নামে যে ফলটি খাই সেটি মান্দারিন। আর যেটি খোসা ছিড়ে খাওয়া যায় না, কেটে খেতে হয় সেটি হলো কমলা। এর মধ্যে রয়েছে মাল্টা, মুসম্বি, ভেলেন্সিয়া।