মবিন সিকদার-
এ ধরণের চোখকে বলে অসমমাত্রিক চোখ বা Asymmetrical Eyes. বেশিরভাগই কারণ জেনেটিক্যাল৷ যেহেতু এই ভাইয়ার ছোট থেকেই এমন বোঝায় যাচ্ছে অন্য কোন সমস্যা নেই বা হয়নি, জেনেটিক্যালিই হবে।
অসমান চোখের আসলে চিকিৎসা লাগে না যদি না সে কোন চোখ দিয়ে কম দেখে।
অনেকগুলো সার্জারি আছে যেমন Blepharoplasty, Orbital Surgery, Brow Lift. নন-সার্জিক্যাল আছে Botox.
মোটামুটি সবগুলোই ব্যয়বহুল, বিস্তারিত :
https://www.medicalnewstoday.com/articles/327051