গণিত সম্পর্কে আপনাকে অনেক অভিজ্ঞ হতে হবে এমন মনে করার কোনো কারণ নেই। তবে কিছু সাধারণ জ্ঞান অবশ্যই থাকতে হবে। নিচের বিষয়গুলো জানা খুবই জরুরী:
১) অ্যালজেবরা (algebra)
২) লিনিয়ার এলজেবরা (linear algebra)
৩) ম্যাট্রিক্স অপারেশন (Matrix operation)
গণিত নিয়ে অস্বস্তি থাকলে শেখা বাদ দিতে পারেন। গণিত ছাড়াও আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে পারবেন (সততার খাতিরে বলছি গণিত ছাড়া বেশি দূর এগোতে পারবেন না)।
সংশ্লিষ্ট অন্যান্য প্রযুক্তি
এবার আসি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখার আগে কি কি প্রযুক্তি শিখে নেওয়া দরকার:
১) পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ (অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েও শেখা সম্ভব যেমন জাভা, R প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ)
২) মেশিন লার্নিং (machine learning)
৩) ডিপ লার্নিং (deep learning)
এগুলো শেখা হয়ে গেলে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখা শুরু করতে পারেন।