প্রচলিত ধারণা মতে, সূর্যমুখী ফুল সবসময় সূর্যের দিকে মুখ ঘুরিয়ে থাকে। অর্থাৎ সূর্য যখন যেদিকে থাকে ফুলের মুখও সেদিকে থাকে। তবে আসল ঘটনা হল, ফুটন্ত সূর্যমুখী ফুল শুধু একদিকেই মুখ করে রাখে। সূর্যমুখী ফুল ফুটবার আগে বা ফুটবার সময় হেলিওট্রপিজমের সাহায্যে সূর্যকে একবার অনুসরণ করে, তারপর সব সময়ে সেদিকেই মুখ করে রাখে। সূর্যের অবস্থান পরিবর্তনের সাথে সাথে ফুল তার মুখের দিক পরিবর্তন করে না।
Quora