আসলে আপনার রোগটি রক্তজনিত। সেকারণে রক্ত নিয়ে সম্ভবত আপনার ভীতি রয়েছে। এ কারণেই এ সমস্যা। অসংখ্য ফোবিয়ার মধ্যে রক্ত নিয়ে কোনো ফোবিয়া আছে কি না আমি জানি না। তবে আপনার ক্ষেত্রে ফোবিয়াই কাজ করে। হিমোফিলিকদের জীবনের মূল হাতিয়ারই সাহস। আপনি যদি সামান্য রক্ত দেখে ভয় পেয়ে যান তাহলে হবে না। তাই মনে নিজে থেকে সাহস আনতে হবে। এই হিমোফিলিয়াকে সাথে নিয়েই আপনাকে চলতে হবে অনেক পথ। তাই সাহস তো মনে আনতেই হবে। রক্ত দেখে যদি বেশি খারাপ লাগে তাহলে সেট এড়িয়েই চলুন। যদিও এতে রক্ত নিয়ে ফোবিয়া বাড়তে পারে। তবুও আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার নিজের শরীরে যেন কখনো আঘাত না লাগে সেটা খেয়াল রাখবেন। আর কোরবানী করা বা টিভিতে ডিসকভারি জাতীয় চ্যানেল দেখা থেকে বিরত থাকুন।
ধন্যবাদ।