Nadia Afrin Nishat
আগুন পোহায় যাতে রোগ বালাই না হয়। অর্থাৎ, আমরা সবাই জানি আগুনে রোগ জীবানু মারা যায়। তাই কেউ ঢোকার সময় হাতে আগুনের হাল্কা ছ্যাকা নেয় যাতে যেই হাতে বাচ্চাকে ছোয়া হবে তাতে জীবানু না থাকে। তখন তো আর আমাদের মত স্যানিটাইজার ছিল না। তাই তাদের এই কাজ টাকে কু সংস্কার বলার একদমই পক্ষপাতি আমি নই। যদিও তারা অনেকে বলে এতে জীন ভুত দূরে থাকে যেহেতু তারা বিশ্বাস করতো রোগ বালাই এর জন্য জিন ভুত দায়ী। বিশ্বাস যেটাই করুক, তাদের বৈজ্ঞানিক জ্ঞ্যান না থাকলেও যা ছিল তা অন্তত আমাদের থেকে বেটার ছিল।