নিশাত তাসনিম-
মৃত বস্তু বা মৃতদেহের প্রতি ভীতিকে বলে Necrophobia। এই ফোবিয়াতে আক্রান্ত মানুষ কফিন, লাশ, শ্মশান, সিমেট্রি ইত্যাদি সবকিছু দেখে ভয় পান। নেক্রোফোবিয়ার লক্ষণ হচ্ছে মৃত যেকোন কিছু দেখে হৃদস্পন্দন বেড়ে যাওয়া, ঘাম হওয়া, শরীর কাঁপা, মাথা ঘুরানো, অস্বস্তি অনুভব করা। এমনকি তারা মৃত পশু পাখি দেখেও ভয় পেতে পারেন।
নূর আলম-
ভয় হওয়ার কারণ মুলত আপনার কল্পনায় তাকে নিয়ে আপনি ভয় পেতে থাকেন যেটা আপনার কাছে বাস্তবে মনে হয়।আর আপনার হার্ট দুর্বল অর্থাৎ দুর্বল চিত্তের মানুষ হলেও আপনার Necrophobia হতে পারে।