Nishat Tasnim-
আগুন ভয় পাওয়াকে বলা হয় Pyrophobia। এই ফোবিয়ায় আক্রান্ত মানুষ আগুন দেখে অতিরিক্ত ভয় পান, অস্বস্তি অনুভব করেন, হৃদস্পন্দন বেড়ে যায়, অনেকে অজ্ঞানও হয়ে যান ভয়ে। Pyrophobia তে আক্রান্ত মানুষ কোনো স্থানে ধোঁয়া দেখেও ভয় পান। এই ফোবিয়া হওয়ার মূল কারণ হচ্ছে আগুন দেখে জীবনহানি বা মৃত্যুর ভয় পাওয়া। এই ফোবিয়ার চিকিৎসায় Exposure Therapy, talk therapy ব্যবহার করা হয়।