যখন প্রস্টেট এবং পার্শ্ববর্তী এলাকার মধ্যে প্রদাহ ঘটে তখন এটিকে প্রস্টেট ইনফেকশন/প্রস্টাইটিটিস বলে। প্রস্টেটের আকার আখরোট (Walnut) এর মত হয়। এটি মূত্রথলি আর লিঙ্গের বেসের মাঝখানে অবস্থিত।
বিভিন্ন ধরনের সংক্রমণ প্রস্টেটকে প্রভাবিত করতে পারে। কিছু পুরুষের মধ্যে প্রস্টাটাইটিসের কোন উপসর্গ দেখা দেয় না, আবার কেউ কেউ তীব্র ব্যথাসহ অনেক কিছুই অনুভূত করে থাকেন।