অনেকের মনে প্রশ্ন, মানবদেহে নাভির কাজ কী? নাভি মানব দেহের বহিরাঙ্গের একটি বিশেষ স্থান। মাতৃগর্ভে থাকা কালে মানব ভ্রূণে যে নাড়ির মাধ্যমে মায়ের শরীর থেকে খাদ্য সংবাহিত হয় শিশুর জন্মকালে তা কেটে ফেলা হয়। মূলত
শিশু যখন মায়ের গর্ভে ছিল, তখন এই নাভির মাধ্যমেই শিশু মাতৃদেহ থেকে খাদ্য ও প্রয়োজনীয় খাদ্য উপাদান ইত্যাদি গ্রহণ করেছিল। মূলত, এটাই নাভির কাজ।