Nishat Tasnim-
একই ধরনের চেহারার দুইজন মানুষকে বলা হয় Doppelgänger বা Lookalike । এই ধরনের মানুষদের মাঝে কোনো জৈবিক সম্পর্ক থাকেনা তবুও তাদের চেহারায় এতোই মিল থাকে যে দেখে জমজ মনে হয়। একে প্রায়ই ভুতুড়ে বা অলৌকিক ঘটনা হিসেবে ব্যাখ্যা করা হয়। আবার কিছু সংস্কৃতিতে ডোপেলগ্যাঙ্গারকে বলা হয় Evil Twin।
এক গবেষণা মতে একই দেখতে দুইজন মানুষের সংখ্যা প্রতি ট্রিলিয়নে একজনেরও কম। এর মানে হচ্ছে প্রতি এক ট্রিলিয়নে একজনেরও কম মানুষের ডোপেলগ্যাঙ্গার থাকতে পারে। একজন মানুষের মতো দেখতে আরও ছয় জন মানুষ এই পৃথিবীতে আছে। অর্থাৎ, একজন মানুষের ডোপেলগ্যাঙ্গার এর সংখ্যা সর্বোচ্চ ছয় জন হতে পারে। তাদের মধ্যে একজনের সঙ্গে সারাজীবনে দেখা হওয়ার সম্ভাবনা ১১ শতাংশ।
পৃথিবীতে প্রায় ৭০০ কোটির মত মানুষ রয়েছে। সব মানুষের চেহারা নির্ভর করে বাবা-মা থেকে পাওয়া ডিএনএ, জিন, ক্রোমোজোম এর উপর। এর প্রক্রিয়াকরণ শুক্রাণু এবং ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর থেকে শুরু হয়। পুরুষের শরীরে কয়েক মিলিয়ন ধরণের শুক্রানু ও নারীর শরীরে কয়েক মিলিয়ন ধরনের ডিম্বানু তৈরী হতে পারে। যেকোন একটি শুক্রানুর সাথে যেকোন একটি ডিম্বানুর মিলনে বাচ্চার জন্ম হয়। আবার, একজন পুরুষের কয়েক মিলিয়ন শুক্রাণু এবং একজন স্ত্রীর কয়েক মিলিয়ন ডিম্বাণু মিলিত হয়ে কয়েক ট্রিলিয়ন ভিন্ন ভিন্ন চেহারার শিশু জন্ম হতে পারে। প্রত্যেক শিশুর চেহারার সাথে তার আত্মীয়দের চেহারার মিল থাকবে।
একজন মানুষ দেখতে কেমন হবে তা নির্ভর করে ডিএনএ এর উপর। প্রতিটি মানুষের ২৩ জোড়া ক্রোমোজোম থাকে। প্রতিটি ক্রোমোজোম আবার দুটি ভাগে বিভক্ত। মা ও বাবা উভয়ের কাছ থেকে এক জোড়া করে ক্রোমোজোম আসে। প্রতি জোড়া ক্রোমোজোম নিজেদের মাঝে কিছু অংশ বিনিময় করে নতুন ক্রোমোজোম তৈরি করে। এই জেনেটিক ক্রসিং ওভার এর জন্য মানুষের চেহারা, আচরণগত ভিন্নতা দেখা যায়। তাই, পৃথিবীতে হুবহু একই চেহারার ৭ জন মানুষ থাকার সম্ভাবনা শুন্য।
ডোপেলগ্যাঙ্গারদের মধ্যে অনেক মিল থাকলেও তাদের মধ্যে পার্থক্য করা যায় সহজেই। ডোপেলগ্যাঙ্গার দের এমন চেহারাগত মিলের জন্য বিজ্ঞানীরা দায়ী করেন অতীতে ঘটে যাওয়া গ্লোবাল মাইগ্রেশনকে। অর্থাৎ কোনো জাতি বা গোষ্ঠীতে সকলের ডিএনএ এর মাঝেই কিছু মিল আছে। এই বিষয়টি নিয়ে হিসেব করে বিজ্ঞানীরা দেখেছেন যে পৃথিবীতে একই চেহারার ৭ জন মানুষ আছে।
©Nishat Tasnim (Science Bee Family)