সকল তথ্য বলতে যদি আপনি আপনার দৈনন্দিন জীবনের ইন্টারনেটের বাহিরের কাজকর্ম বুঝিয়ে থাকেন, তবে সেসকল তথ্য গুগল জানে না। সেসকল তথ্য তার জানার কোন উপায় নেই।
তবে ইন্টারনেট ব্যবহার করার তথ্য গুগল রাখে। আপনার সার্চ হিস্টোরি, ইউটিউব ওয়াচ হিস্টোরি এরকম সকল তথ্য গুগল সংগ্রহ করে। গুগল এই তথ্যগুলো কোন তৃতীয় পক্ষের হস্তগত না হওয়ার নিশ্চয়তা দেয়। আপনার এ সকল তথ্য ব্যবহার করে গুগল আপনার জন্য উপযোগী বিজ্ঞাপন দেখায়।