গোসলের পর ক্ষুধা লাগার তেমন কোনো বৈজ্ঞানিক ব্যাখা নেই। তবে বেশিরভাগ মানুষই দুপুরবেলা কিংবা রাতের দীর্ঘ ঘুমের পর সকালে উঠে গোসল করে। মূলত রাতে খাওয়ার পর সব খাদ্য সকালের মধ্যে হজম হয়ে যায় ; তাই গোসলের পর ক্ষুধা লাগে। আর সকালে কাজের পর বেশিরভাগ মানুষই ক্লান্ত থাকে। কাজ শেষেই অনেকে গোসল করে। শরীর ক্লান্ত থাকে বিধায় ক্ষুধা লাগাটা স্বাভাবিক।