ফেসবুক মেসেঞ্জারের একটি নতুন ফিচার হলো "সিক্রেট ককনভারসেশন" মোড যা এখন অনেক ইউজারের কাছেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই "সিক্রেট কনভারসেশন" মোড নতুন একটি পরিসেবা নিয়ে এসেছে যা ইউজারদের গোপনীয়তা রক্ষায় বেশ কার্যকর ভূমিকা পালন করছে। বেশ কয়েকমাসধরে পরীক্ষা-নিরীক্ষার পর ইউজারদের জন্য এটি "end-to-end encryption" পরিসেবা দিয়ে থাকে। আজকাল আমরা যেসব অ্যাপ বা সোশ্যাল মিডিয়া করি না কেন কিন্তু আমাদের কথোপকথন এর গোপনীয়তা বজায় থাকে না। তবে সিক্রেট কনভারসেশন মোডে ইউজাররা মেসেঞ্জারে যেসব কথা বলবেন তা সম্পূর্ণভাবে নিরাপদ থাকবে। বরং কোনোভাবেই কারোপক্ষে এর মোড এর কথোপকথন এর তথ্য খুজে বের করা সম্ভব না।