ডিএনএ এর কাজ:
১।ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে।
২। জীবের সব জৈব-রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে।
৩। বংশগতির একক “জিন” বহন করে।
৪। জীবের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়।
৫। জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে।
৬। বংশানুক্রমে এক জীব থেকে আরেক জীবে বৈশিষ্ট্য বহন করে।
৭। ভিন্ন ২টি জীবের সমন্বয়ে নতুন বৈশিষ্ট্যের জীব উদ্ভাবনে ভূমিকা পালন করে।