একটা দালান-বাড়ি যেকোনো কিছু বানাতেই ইট, বালু সিমেন্ট প্রয়োজনীয়। এখন সিমেন্ট আর বালু কিভাবে কাজ করে,, সিমেন্ট এর সাথে পানি মিশ্রিত করলে তা একটা সুন্দর শক্ত কাঠামো গঠন করবে, কিন্তু এই সিমেন্ট আর পানি একা একটা দালান ধরে রাখার জন্য তেমন শক্ত না, তাই সিমেন্টের সাথে বালু মেশানো হয়৷ এই বালু সিমেন্টের বাইন্ডিং সিস্টেম আরও ভালো করে তুলে। যখন আরও নুড়ি-পাথর বা ছোট টুকরো ইট যোগ করবেন, তখন তা আরও শক্তিশালী হয়ে উঠে। এখানে বালু অনেকটা Filler এর মতো কাজ করে। বালু যোগ করার মানে হলো শুধু সিমেন্ট পানির তুলনায় বেশি আয়তন, আর বেশি আয়তন মানে ভিতরে বায়ু প্রকোষ্ঠ কম। যত কম পানি হয় ততই ভালো, এতে কংক্রিটে ক্র্যাক ধরতে পারে না। এখানে আসলে ইটের জোড়া লাগায় না, তারা নিজেরাই ইটগুলোর সাথে শক্ত করে আটকে থাকে, যার ফলে কাঠামো ভঙ্গুর হয় না। বাড়ি বানানোর সময় দেখবেন যে দুই ইটের মাঝে সিমেন্ট বালুর মিশ্রণ দেওয়া হচ্ছে, ভাঙার পরেও একইরকম থাকে। এটা শুধু আটকে রাখে প্রত্যেক কাঠামোকে।
ক্রেডিট: মিথিলা ফারজানা মেলোডি