Soikat Hossain ক্লোজ আর ওপেন বোঝানো হয় বর্তনীর অবস্থা বুঝানোর জন্য।
ওপেন সার্কিট হলো সেই সার্কিট,যেখানে উৎস থেকে কারেন্ট ফ্লো হয়ে বর্তনির শেষ মাথায় গিয়ে আবার উৎস তে ফিরে আসে। মানে চলার পথ টা সম্পূর্ণ না। অপর দিকে কারেন্ট ফ্লো হওয়ার জন্য একটা সম্পূর্ণ পথ থাকলেই সেটা ক্লোজ সার্কিট।
এখন আসি,CCTV কেনো;
সাধারনত সিসিটিভি ক্যামেরা গুলোতে একটা মেকানিজম আছে। এরা স্টিল ফটো কালেক্ট করে সেটা ইলেকট্রীক্যাল সিগ্ন্যাল এ কনভার্ট করে। আবার সেই ইলেক্ট্রিক্যাল সিগন্যাল কে ভিডিও তে কনভার্ট করে।
এই কাজ টা করে মুলত CCD নামক এক সেন্সর।
CCD-Charge Coupled Device.
মুলত এই কারনেই CCTV বলা হয়।