Nishat Tasnim -
"ব্যাঙ ডাকলে বৃষ্টি হয়।" এমন শ্রুতির প্রচলন আছে। বিজ্ঞানীদের মতে ব্যাঙ এর ডাকের সাথে বৃষ্টির কোন সম্পর্ক নেই। বৃষ্টির সময় বা বৃষ্টির পর ব্যাঙ ডাকার মূল কারণ হচ্ছে প্রজনন। একে Mating Call বলে। পুরুষ ব্যাঙ বৃষ্টি হওয়ার পর ডাকার কারণ তারা স্ত্রী ব্যাঙকে আকৃষ্ট করার চেষ্টা করছে। বৃষ্টির ফলে পুকুর বা জলাশয়ের পরিষ্কার পানিতে ডিম পাড়ার জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়। ব্যাঙদের স্বভাবতই আদ্র ও সেঁতসেঁতে পরিবেশ পছন্দ। কিছু কিছু ক্ষেত্রে ব্যাঙ বৃষ্টির সময় বা বৃষ্টির আগেও ডাকতে পারে। তাছাড়াও, বৃষ্টির ফলে ব্যাঙদের জন্য খাবারের জোগান হয়। যেমনঃ কেঁচোর মতো প্রাণীগুলো মাটি থেকে বের হয়ে আসে যা ব্যাঙদের সহজ শিকার। খাবারের জোগান বেড়ে যাওয়াও বর্ষাকালে মেটিং এর আরেকটি কারণ।
রেফারেন্সঃ-
http://www.frogpets.com/why-frogs-croak-after-it-rains/