প্রাণিজগতের সকল প্রাণীকে শ্রেণিবিন্যাস করতে গিয়ে দেখা গেছে এমন কিছু প্রাণী অাছে যাদেরকে কোন নির্দিষ্ট শ্রেণিতে অন্তর্ভুক্ত করা যায় না। এরা দুটি ভিন্ন শ্রেণির বৈশিষ্ট্য বহন করে এবং সেতুর ন্যায় উভয় শ্রেণির মধ্যে সংযোগ রক্ষা করে। এই সকল অন্তবর্তী গঠনের প্রাণীদের Connecting link বা সংযোগকারী প্রাণী বলে।