মানসিক রোগ নির্দিষ্ট কোনো হরমোনের প্রভাবে ঘটে না। মানসিক রোগ বিভিন্ন কারনে হয়ে থাকে। হিউম্যান ব্রেইনের নির্দিষ্ট কোনো অংশে ডিফেক্ট থাকলে বা আঘাত লাগলে সেই অংশ কোনো কাজ ঠিকমতো প্রসেসিং করতে না পারলে এবং কোনো ট্রমার কারন হলে মানসিক রোগ হতে পারে।
তবে হরমোন মূলত মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। যদি কোনো কারনবশত হরমোন ইমব্যালেন্স দেখা যায় তবে মানসিক ভারসাম্যে ব্যাঘাত ঘটে। বিশেষ করে নিউরোহরমোন গুলো ব্রেইনের উপর প্রভাব ফেলতে পারে। যেমনঃ
১. থাইরয়েড - এনার্জি রেগুলেশনে সাহায্য করে
২. এস্ট্রোজেন - মুড মড্যুলেটর হিসেবে কাজ করে
৩. প্রোজেস্টেরন - এন্টি-এংজাইটি হরমোন হিসেবে এর ভূমিকা অনেক।
৪. টেস্টোস্টেরন - মুড, মোটিভেশন, সেক্সুয়্যালিটি ইত্যাদি ক্ষেত্রে কাজ করে
মূলত এগুলো প্রধান হরমোন। তাছাড়াও, DHEA ও কর্টিসল হরমোনের ইমব্যালেন্স এর কারনে মানুষ মানসিকভাবে ভারসাম্যহীন হতে পারে।