নির্দিষ্ট কোনো হরমোন মানুষ সুইসাইড বা সুইসাইডাল এক্টিভিটির জন্য দায়ী না।
বিভিন্ন হরমোনের হেরফেরের জন্য মানুষের মনে সুইসাইড করার ইচ্ছা জাগে।যেমন এস্ট্রোজেন,টেস্টোস্টেরন,সেরাম প্রোজেস্টেরন ইত্যাদি হরমোনের জন্য।
আবার PMDD বা Premenstrual Dysphoric Disorder যা একধরনের হরমোনাল ব্যাধি এর জন্য সুইসাইডের কথা মাথায় আসে।এরপর ডিপ্রেশন,বাইপোলার ডিজঅর্ডার ইত্যাদির সাথে সম্পৃক্ত হরমোন দায়ী সেল্ফ হার্মিং এক্টিভিটির জন্য।